এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমার প্রতিনিধিত্ব করেছেন মেহজাবীন চৌধুরী। উৎসবের ডিসকভারি প্রোগ্রামে স্থান পেয়েছে তার অভিনয়ে প্রথম সিনেমা ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহ-প্রযোজকও মেহজাবীন।
গত ৭ সেপ্টেম্বর প্রিমিয়ার হয়েছে ‘সাবা’ সিনেমাটির। এর পরদিন সিনেমাটির একটি প্রদর্শনীতে সরাসরি অংশ নিয়ে ছবিটি প্রসঙ্গে কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এ সময় পাশে ছিলেন ছবির অন্যতম অভিনেতা মোস্তফা মনওয়ার এবং নির্মাতা মাকসুদ হোসেন। ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচীর ও মোস্তফা মনওয়ার।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। ১৪ সেপ্টেম্বর আরও একটি শো আছে সিনেমাটির। টরন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ‘সাবা’সহ ২৪টি চলচ্চিত্র। উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব মেহজাবীন। গতকাল কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, পরনে কালো পোশাক আর মিষ্টি রোদে একগুচ্ছ সাদা লিলি ফুল হাতে এক দ্যুতি ছড়িয়ে দিলেন মেহজাবীন। ছবির নিচে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
টরন্টো উৎসবে পছন্দের অভিনেত্রী নওমি ওয়াটসের সঙ্গে দেখা পেয়েছেন মেহজাবীন। ব্রিটিশ এই অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘নওমি ওয়াটসের সঙ্গে টিআইএফএফে ফ্যানগার্ল মোমেন্ট।’
উৎসবে সাবাকে ভোট দেওয়ারও অনুরোধ করেছেন মেহজাবীন। এক পোস্টে লিখেছেন, ‘অত্যন্ত অভিভূত যে সাবা ফিউচার ফিল্ম থেকে টিফে ভালো সাড়া পাচ্ছে। আমি এটি দেখে আনন্দিত যে বাজেটের মধ্যে তৈরি মৌলিক গল্পের সিনেমা ও সিরিজগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হচ্ছে।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি এবং আমার টিম বিশ্ব মঞ্চে একটি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন করতে পেরে গর্বিত। এটি হলো সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেখানে আমি একজন শিল্পী হিসেবে পা দিয়েছি, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমাদের অর্জন করার জন্য এখনও অনেক কিছু আছে।’ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’-এর চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’। এতে ইয়াশ রোহানের বিপরীতে দেখা গেছে মেহজাবীনকে।