শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ পরিবারের সদস্য আসলাম। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।আসলাম বলেন, তারা পুরোনো আওয়ামী লীগ। তার পিতা মরহুম সামছুল হক ও চাচা নুরুল আমিন দোলা ছিলেন হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান। নুরুল আমিন দোলা ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকাবস্তায় তার মৃত্যু হয়। কিন্ত দল তাদের মুল্যায়ন নাকে করে বিএনপি নেতাকে মনোনয়ন দেয়। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। আসলাম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আরো এক বছর আগে ভোটারদের সমর্থন আদায় ও দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ শুরু করেছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটার ও দলীয় নেতা-কর্মিদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি দলীয় সমর্থন আদায়ের চেষ্টা করে আসছিলেন। তিনি ঘাগড়া কোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ করতেন। করোনা কালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরন করেছেন। প্রতিটি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন খাদ্য সামগ্রী। আছলাম বলেন, আমি ছোট বেলা থেকেই মানুষের পাশে থেকে মানুষের কল্যানে কাজ করে আসছি।হাতিবান্ধা ইউনিয়ন পরিষদে আমার বাবা ও চাচা পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমাদের পরিবার থেকে আমি নৌকার হাল ধরতে চেয়েছিন। কিন্তু দল আমাদের পরিবারকে মুল্যায়ন করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন বাকি জীবন ও জীবনের শেষ দিন পর্যন্ত তার নির্দেশনা মেনে মানুষের কল্যানে আমি কাজ করে যাবো । জীবন উৎসর্গ করবো জনগনের কল্যানে