মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জোয়ারের পানিতে ভেসে গেছে ৩০ গরু। একের পর এক ভেসে উঠছে এসব মরা গরু। বিশাল ক্ষতির মুখে পরেছেন কৃষকরা। ভুক্তভোগীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
শুক্রবার বিকাল ৩টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটিবলাকী গ্রামের খালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মেঘনা নদীবেষ্টিত গ্রামের সবাই চরে ঘাস খাওয়ার জন্য প্রতিদিনের ন্যায় গোয়াল ঘর থেকে গরুগুলো ছেড়ে দেয় সকালে। কিন্তু বেলা ৩টার দিকে গরুগুলো বাড়িতে ফিরে না আসায় খালের পাড়ে যান গরুর একাধিক মালিক। তখন তারা দেখেন- গরুগুলো ভেসে যাচ্ছে, কোথাও মরে পড়ে আছে। তখন গ্রামবাসীকে খবর দেন তারা।
গরুর মালিক মহাসেন মিয়া জানান, তার পাঁচটি গরু মারা গেছে। এছাড়া গ্রামের মনা মিয়ার দুইটি গরু, রনি মিয়ার একটি গরু, শাহজালালের দুইটি গরু মারা গেছে। এভাবে ৩০টি গরু মারা গেছে।