মোঃ শামছুল আলম তুহিনঃ শনিবার রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে জাতীয় সাপ্তাহিক এক দুই তিন – এর দেড় যুগ পূর্তি ও ই-কমার্স মার্কেটপ্লেস ইবিডি বাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এক দুই তিন পত্রিকার সম্পাদক মাহবুব জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বঙ্গবন্ধু স্যাটেলাইট)-এর চেয়ারম্যান ও সিইও ডঃ শাহজাহান মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অব নিউ অরলিয়াসের এমিরেটাস প্রফেসর ডঃ মোস্তফা সারোয়ার বাদল।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বি এম এ নেতা প্রফেসর ডাক্তার মাহাবুর রহমান, প্রফেসর ডাক্তার মামুন আর মাহতাব, সিটি ব্যাংক লিমিটেড-এর সিটি আলো প্রধান নাসরিন আক্তার, এস এম ই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল আজিজ, ই-কমার্স মার্কেটপ্লেস ইবিডি বাজারের সিইও চাঁদনী আক্তার, অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক – গীতিকার আলী আশরাফ আখন্দ প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে ৬শ’র বেশি নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সকাল ১১ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফ্লিনজেক্সের সিইও শেখ আসিফ ইকবাল, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ই -ক্যাব) পরিচালক সাইদুর রহমান সাঈদ, ওসফিলের ম্যানেজার মোঃ কামরুজ্জামান , শপিং জোন বিডির সিইও তানজিনা ইসলাম শর্মি, অপু হ্যান্ডিক্রেফ্টসের স্বত্বাধিকারী আশিকুর রহমান অপু, ইয়ং কনসালটেন্ট মরিয়ম শিউলি, এক দুই তিন পত্রিকার প্রকাশক কবি দিলারা জামান, ফরওয়ের সিইও মিম ওবায়দুল্লাহসহ দেশের বেশ কয়েকজন তারকা খ্যাত উদ্যোক্তা এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রথম অধিবেশনটি সঞ্চালনা করেন উদ্যোক্তা রেহানা আক্তার নিপা, সায়মা রহমান ও সাদিয়া ইসলাম। অনুষ্ঠানে অর্ধশত নারী ও পুরুষ উদ্যোক্তাকে স্টার অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয় । অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা রোজ ও আলী আশরাফ আখন্দ।