১৯ শে আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার ঢাকা ২২/১তোপ খানা ঢাকা -১০০০” বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে” জরুরি ভিত্তিতে জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতি লায়ন নুর ইসলাম (সভাপতি,জাতীয় সাংবাদিক সংস্থা) প্রধান আলোচক লায়ন হেলাল উদ্দিন হিলু (সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা )অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল ইসলাম লাকি (সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা )এছাড়াও গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় পরামর্শ দেন ডেন্টিস্ট মোহাম্মদ হাফিজুল ইসলাম তালুকদার ( এম এইচ তালুকদার) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (জাতীয় সাংবাদিক সংস্থা) তিনি বলেন “দেশ এবং মানুষের কল্যাণে নিজেকে সোফে দিতে হবে, সেবক হয়ে কাজ করতে হবে শাসক হয়ে নয়, দেশের সত্য তুলে ধরতে হবে মিথ্যা বর্জন করতে হবে, সংগঠনটি গতিশীল করতে হলে নিজের ত্যাগ করতে হবে, এছাড়াও সভাপতি বক্তব্যে মোঃ লায়ন নুরুল ইসলাম বলেন “বর্তমান দেশের পরিস্থিতি ভালো না, শিক্ষা ব্যবস্থার অবনতি হচ্ছে, মানুষের নিরাপত্তার ব্যবস্থা নেই, যেখানে সেখানে চুরির ছিনতাই ডাকাতি গুম, খুন,মব জাস্টিস এর সৃষ্টির মাধ্যমে প্রকাশ্যে মানুষকে হত্যা করছে, আপনারা এগুলো তুলে ধরুন, সাহসী হন এটা আপনাদের নৈতিক দায়িত্ব” প্রধান আলোচকের বক্তব্যে হেলাল উদ্দিন হিলু বলেন “আমাদের এই সংগঠনটি প্রতি জেলায় উপজেলায় এমনকি ইউনিয়নে পৌঁছায় দিতে হবে, সবাইকে নিয়ে এক হয়ে সত্য তুলে ধরবো দেশ এবং মানুষের কল্যাণে কাজ করব”। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকি তিনি সংগঠনটির বিভিন্ন নেতা কর্মীকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেন, সংগঠনটি গতিশীল করতে বিভিন্ন পরামর্শ দেন।