এমএনএ আজাদ: আলহাজ্ব আজমীর’র ওসমান’র দিক নির্দেশনায় আলহাজ্ব কাজী আমির’র নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ড সিদ্দিরগঞ্জ গোদনাইল উত্তর শান্তিনগর এলাকায় ১৫ আগষ্ট সকাল ১০ টা থেকে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল দোয়া ও শেষে কয়েক হাজার গরিব দুস্থদের কাঙালি ভোজ খাওয়ানো হয়।
এ সময় আলহাজ্ব কাজী আমির বলেন, ১৫ আগস্ট হলো বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলতুন নেছা মুজিব সহ তার পরিবারকে। এসময় ভাগ্যক্রমে বেঁচে যায় আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
তিনি আরো বলেন, ৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। তবে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্থান ঠিকই রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে,
আজ শোকের দিনে সাড়া দেশে বাঙ্গালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শিকার তাঁর পরিবারের সদস্যদের।
মো. শাকিল শেখ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, উত্তর শান্তিনগর আল মদিনা জামে মসজিদ পঞ্চায়েত কমিটির মো. খোকন, আমির হোসেন (বাবু), মোতালিব মৃধা, মজিবুর রহমান, আবু তাহের, সেলিম, শাহজাহান মিয়া, মামুন শেখ, জিয়াউল হক জিয়া প্রমুখ।