১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ তার পথ হারিয়ে ফেলেছিল। ভবিষ্যতে যেন আর সেই ভাবে পথ না হারায়, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিচ্ছেন। আমরা যা পারি নাই। তোমরা তা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ উচ্চ বিদ্যালয়ে বুধবার (২২ মার্চ) বিকালে এই কথা বলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
তিনি বলেন, আজ বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা ভবন করা হচ্ছে, বছরের প্রথম দিনে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। এ বছরও ৪২ কোটি বই বিতরণ করছে প্রধানমন্ত্রী। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর আর অন্য কোন দেশে এক সাথে এত বই বিনামূল্যে দেওয়া হয় না। গ্রামেও প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে।
মন্ত্রী আরও বলেন. বাংলাদেশের ২২০টি গ্রামে কোন গৃহহীন লোক নেই। আমরা সরকারি জায়গায় ভূমিহীনদের মাঝে ইতোমধ্যে ৯ লাখ ঘর দিয়েছি, যাদের জমি আছে কিন্তু ঘর নাই। তাদের বাড়ি ঘর করে দেওয়া হবে। বঙ্গবন্ধু বলেছেন কোন মানুষ গৃহহীন থাকবে না, বঙ্গবন্ধু সংবিধানে লিখে গেছেন। শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, বিনা পয়সায় শিক্ষালাভের সুযোগ থাকবে। সেই ব্যবস্থা তার কণ্যা শেখ হাসিনা করে যাচ্ছেন। স্বাস্থ্য সেবা গ্রামেও নিশ্চিত করা হচ্ছে। কোন মানুষ যাতে না খেয়ে মারা না যায়, সেই জন্য সরকার বিজিএ, বিজিবিসহ বয়স্ক ভাতা বিধবা বাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, দিয়ে যাচ্ছে। যাতে মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরা পড়া লেখা করছো রাস্ট্রের পয়সায়। তাই রাস্ট্রের প্রতি তোমাদেরও দায়িত্ব আছে। রাস্ট্র আমাদের কি দিলো, সেটা না দেখে আমি রাষ্ট্রকে কি দিলাম সেটাই দেখার বিষয়। আমি জন্মের পর দেশটাকে যে ভাবে দেখেছি, মৃত্যুর পর তার চেয়েও উন্নত করে রেখে যেতে পারি সেই দোয়াই করতে হবে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু এমএ রশিদ।
আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রদান, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আহম্মেদ প্রমুখ।