সম্প্রতি প্রকাশ্যে আসা ‘জংলি’ সিনেমার একটি গান নিয়ে আলোচনায় রয়েছেন দীঘি। সিনেমা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান।
‘জনম জনম’ গানটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
এটি ‘জংলি’ সিনেমার প্রকাশিত প্রথম গান। রোমান্টিক ঘরানার এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ইমরান মাহমুদুলের সংগীতায়োজনে ‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। গানে আমার এবং সিয়াম আহমেদের উপিস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। এ নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। গানটি যিনিই উপভোগ করেছেন তিনিই প্রশংসা করছেন। সিয়াম-দীঘির জুটিকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকে। দর্শকদের এমন প্রতিক্রিয়া অবশ্যই ভালো লাগার।
সিনেমাটি নিয়ে কেমন প্রত্যাশা করছেন?
অনেক ভালো কিছু প্রত্যাশা করছি। কারণ শুরু থেকেই ‘জংলি’ আলোচনায়। এর প্রতি দর্শকের বাড়তি আগ্রহ লক্ষ করা গেছে। পোস্টার, ট্রেলার-টিজার, গান দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। আসছে ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দর্শকদের মতো সিনেমাটি নিয়ে আমি নিজেও বেশ উত্তেজিত। মুক্তির অপেক্ষায় আছি।
‘জংলি’তে আপনার চরিত্র নিয়ে জানতে চাই?
ছবির গান-ঝলক প্রকাশের মাধ্যমে ইতিমধ্যে দর্শক হয়তো আমার চরিত্রটি সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরেছেন। তবে সিনেমা মুক্তির আগে চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সিনেমাটি দেখে দর্শক চরিত্রটি সম্পর্কে অবগত হবেন। এতটুকু বলতে পারি, ক্যারিয়ারে অন্যরকম এক কাজ করেছি। চরিত্রটির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। এই অভিনয় আমাকে ভবিষ্যতে আরও বড় বড় চ্যালেঞ্জ নিতে সাহস জুগিয়েছে। আমার বিশ্বাস, দীঘির অভিনয় দর্শক মনে রাখবে।
নতুন আর কী কী কাজ করছেন?
একাধিক ওটিটি ও সিনেমার কাজ পাকা হয়ে আছে। ঈদের পর শুটিং শুরু করব। এই বিষয়ে আগেই কিছু বলা ঠিক হবে না। অনেক ভালো কাজ, যা আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।
‘টগর’ সিনেমাটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই?
এ বিষয়ে মোটেও কিছু বলতে চাই না। ক্যারিয়ারে এমন কিছু হতেই পারে। অনেক বড় বড় তারকার জীবনেও এমনটি ঘটেছে। চুক্তিবদ্ধ হওয়ার পর পরিচালক একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে কাজ করেছেন চলচ্চিত্রে এমন বহু নজির রয়েছে।