বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যবিত্তের সঙ্গে টিসিবির লাইনে মেসের শিক্ষার্থীরাও ককটেল বিস্ফোরণের মামলা: মির্জা ফখরুল, আব্বাসসহ ৬৫ জনের অব্যাহতি খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়লো ৫ টাকা রেজা, গালিব ও কামাল মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার কবরস্হানের নামে জমি দখল – কবর প্রতি চাঁদা ১৫০০! জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এম এইচ তালুকদার বন্দরে ধামগড় ইউনিয়নে দূরভিত্তরা কৃষক এর পেপে ও আমড়া বাগান কেটে ফেলেছে রূপগঞ্জে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জে স্বর্ণ চুরির ঘটনায় ৫ আসামি গ্রেপ্তার; রিমান্ডের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

“গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১.৫৫ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পরিবেশ রক্ষা, নগর জীবনের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে।

মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ-এর সার্বিক তত্ত্বাবধানে ডিএনডি লেক পাড়, সিদ্ধিরগঞ্জ পুল এবং মিজমিজি এলাকায় ৮০০ (আটশত) মিটার দীর্ঘ লেকের দুই পাড়জুড়ে ৩০০ (তিনশত) বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।এছাড়াও জেলার ৩০ জন ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে ৩০ টি নিম ও অর্জুন গাছ বিতিরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানিজ ফারজানা শান্তা, জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ ।
এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণে অবদান রাখেনি, বরং জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার নান্দনিক উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়েছে। স্থানীয় জনগণ, আনসার-ভিডিপি সদস্য এবং সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিকে একটি সফল ও অংশগ্রহণমূলক উদ্যোগে পরিণত করেন।

সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং জেলা কমান্ড্যান্ট মহোদয়ের গতিশীল পরিচালনায় এই কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গঠনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort