অভিযোগটি হুবহু তুলে ধরা হলো_
বরাবর,
অফিসার ইনচার্জ
নারায়ণগঞ্জ সদর মডেল থানা,
নারায়ণগঞ্জ ।
বিষয়ঃ অভিযোগ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ কাশেম সম্রাট (২৯), পিতা- মোঃ দৌলত হোসেন, সাং- চর সৈয়দপুর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ আপনার থানায় হাজির হয়ে বিবাদী ১। মোঃ নুর হোসেন (৩৫), পিতা- মৃত ফয়েজ উদ্দিন, সাং- পুরান সৈয়দপুর, সর্ব থানা ও জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করছি যে, আমি আমাদের এলাকায় অবস্থিত “প্রিমিয়াম সিমেন্ট মিলস লিঃ” নামক প্রতিষ্ঠানের ঠিকাদারী ও ওয়েস্টিজ এর মালামালের দীর্ঘদিন যাবৎ ব্যবসা বানিজ্য করে আসছি। উক্ত বিবাদী আমাদের এলাকার প্রতিবেশী। আমি ব্যবসা বানিজ্য করায় উক্ত বিবাদী আমাকে বিভিন্ন ধরণের হুমকি ও ভয়ভীতি প্রদান করে। এই নিয়ে তার সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়। গত ৩০/০৬/২০২১ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় আমি বর্ণিত প্রিমিয়াম সিমেন্ট ফ্যাক্টরির সামনে ওয়েস্টিজের মালামাল বের করার সময় উক্ত বিবাদীসহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোকের হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ লাঠি সোটা ইত্যাদি নিয়ে বেআইনী জনতাবদ্ধে এসে ওয়েস্টিজের মালামাল বের করতে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে। ঐ সময় আমি প্রতিবাদ করলে বিবাদী নুর হোসেন আমার নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। আমি কোনো টাকা দিতে পারব না বলে জানানোর সাথে সাথে উক্ত বিবাদীরা মিলে আমাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে আমার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। আমার সঙ্গে থাকা ব্যবসায়িক কাজের নগদ ২৮০০০/- টাকা জোর করে অজ্ঞাতনামা ব্যক্তিদের মধ্যে একজন নিয়ে যায়। আমার ব্যবহৃত একটি মোবাইল সেট, যাহার মূল্য অনুমান ৭৫০০/- টাকা ভেঙ্গে ক্ষতি সাধন করে। আমার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে বিবাদী নুর হোসেনকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা না দিলে ফ্যাক্টরিতে আমাকে ঢুকতে দিবে না এবং ওয়েস্টিজের মালামাল বের করতে দিবে না বলে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করে চলে যায়। উক্ত ঘটনার বিষয় আমার পরিবারের লোকজনের সহিত আলোচনা করে থানায় এসে অভিযোগ করতে বিলম্ব হল।
অতএব, বর্ণিত ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জনাবের মর্জি হয়।
বিনীত
(মোঃ কাশেম সম্রাট)