গোগনগর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ মে) দুপুর সাড়ে ১২ টায় গোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজের ঘোষণা করা হয়। গোগনগর ইউনিয়ন পরিষদের বাজেট উপস্থাপন করেন চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী।
তিনি গোগনগর ইউনিয়ন পরিষদের মোট পাঁচ কোটি ৪ হাজার ৭শ ৭০ টাকা বাজেট পেশ করেন। যা গতবারের চাইতে তিন কোটি নিরানব্বই লক্ষ আটানব্বই হাজার ৭শ ৭০ টাকা বেশি। বর্তমান বাজেট প্রকৃত আয়ের চাইতে ৭% বাড়ানো হয়েছে। গত বছর এ বাজেট ছিলো, এক কোটি ৬ হাজার টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী বলেন, এ বাজেট সময়পোযোগী ও জন কল্যানমূলক স্মার্ট বাজেট। এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।
আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। এ জন্য আমি আমার সকল মেম্বারসহ আমার ইউনিয়নবাসীর সহযোগীতা চাই। পাশাপাশি স্থানীয় সাংসদ একেএম সেলিম ওসমান ও শামীম ওসমানের দিকনির্দেশনাও কামনা করেন।
পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।
উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়াম্যান ও সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ড মেম্বার লিপি আক্তার, ১নং ওয়ার্ড মেম্বার ইকবাল প্রধান বাপ্পি, ২নং ওয়ার্ড মেম্বার মো: আলী হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল, ৫নং ওয়ার্ড মেম্বার শেখ মোহাম্মদ রফিক, ৬নং ওয়ার্ড মেম্বার মো: বিপ্লব হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মেম্বার নাজমা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার নিলুফা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফকির এবং গোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সৈয়দপুর বঙ্গবন্ধু ইচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফবির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।