জমিসংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের হযরত চান্দু শাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাড়ির এক দম্পতি এবং প্রধান শিক্ষকের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটেছে। শেষপর্যন্ত এ ঘটনা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে যায় এবং লাঠিসোটা হাতে শিক্ষার্থীরা হামলা চালায় ওই দম্পতির বাড়িঘরে।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই গৃহবধূকে ধরে এনে স্কুলের বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমন চাঞ্চল্যকর ঘটনার ছয় মিনিটের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে।
জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে স্কুলের সামনের রাস্তায় প্রতিবেশী গৃহবধূ উপজেলা আনসার-ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার রাবিয়া খাতুন-বাচ্চু মিয়া দম্পতির মুখোমুখি হলে তাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে গৃহবধূ রাবিয়া খাতুন উচ্চস্বরে হুমকি দিলে প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলামও তাতে ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। প্রধান শিক্ষকের কিল-ঘুসিতে এ সময় ওই গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়েন।
এমন দৃশ্য দেখে ওই নারীর স্বামী বাচ্চু মিয়াও ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যান। এ সময় প্রধান শিক্ষক কিছু পথ যথারীতি দৌড়ে পার হওয়ার পরপরই স্কুলের শিক্ষার্থীরা দেখে লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে পালটা হামলা চালায় ওই দম্পতির ওপর। এ সময় গৃহবধূর স্বামী দৌড়ে নিজ বাড়িতে ঢুকে বারান্দার গ্রিল লাগিয়ে দিয়ে প্রাণে রক্ষা পান; কিন্তু তার স্ত্রী রাবিয়া খাতুন শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন। শিক্ষার্থীরা রাবিয়া খাতুনকে ধরে নিয়ে উত্তম-মধ্যম দিয়ে প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রাখেন।
খবর পেয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশে পুলিশ গৃহবধূ রাবিয়া খাতুনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মঙ্গলবার দুপুরের এ ঘটনার ছয় মিনিটের তুলকালাম কাণ্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠে।
এ ব্যাপারে কথা বলতে প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে অসংখ্যবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এমন খবর পেয়ে তিনি কটিয়াদী মডেল থানার ওসি তদন্তকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওই রাবিয়া খাতুন নামের গৃহবধূকে উদ্ধার করেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনার কারণে গৃহবধূ রাবিয়া খাতুনকে বর্তমানে কটিয়াদী মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
এ সময় তিনি আরও দাবি করেন, ঘটনাটি নিষ্পত্তিতে বুধবার সকালে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ওই নারীর জমিসংক্রান্ত বিরোধের মামলা চলছে।