রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, খেরসনের গুরুত্বপূর্ণ আন্তোনভস্কি ব্রিজে ফের রকেট হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এ নিয়ে টানা দুইদিন ব্রিজটিতে হামলা হয়েছে।
খেরসনে রুশপন্থি প্রশাসনের ডেপুটি প্রধান কিরিল স্ট্রেমেসোভ বুধবার বলেছেন, অন্তত আট থেকে নয়টি রকেট ছুড়েঁছে ইউক্রেন।
স্ট্রেমেসোভ অবশ্য জানিয়েছেন, হামলায় ব্রিজটি ধ্বংস হয়ে যায়নি বা ধসে পড়ার সম্ভাবনাও নেই। এটি এখনো ব্যবহারযোগ্য আছে। তবে সব গাড়ি চলাচল করতে পারবে না। ব্রিজটিতে সংস্কারকার্য চালাতে হবে।
এদিকে যুক্তরাজ্যের গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজটি রাশিয়ার সেনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্রিজটি দিনিপার নদীর ওপর অবস্থিত।
রুশ সেনারা দিনিপার নদীর পশ্চিম দিকে যেসব অঞ্চল দখল করেছে সেখানে যাওয়া এবং বের হওয়ার জন্য মাত্র দুটি পথ আছে। এই ব্রিজটি দুটি পথের একটি।
যুক্তরাজ্যের গোয়েন্দারা জানিয়েছেন দিনিপার নদীর পশ্চিম দিকে অবস্থিত খেরসন শহর। যেটি রাজনৈতিকভাবে এবং প্রতীকীভাবে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ অঞ্চলের যুদ্ধের ফলাফলের ক্ষেত্রে দিনিপার নদী ও এর ওপর নির্মিত ব্রিজ বড় ভূমিকা রাখবে।