কেনিয়ায় কর বৃদ্ধি সংক্রান্ত আইন পাসের বিরোধীতা করে শত শত বিক্ষোভকারী পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছিলেন। ওই সময় তাদের সরিয়ে দিতে সরাসরি গুলি ছোড়া হয়। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
যেসব বিক্ষোভকারী পার্লামেন্টে প্রবেশ করেছিলেন তাদের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সরিয়ে দিতে সমর্থ হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এছাড়া কিছু এমপিকে পার্লামেন্টের টানেলের মাধ্যমে বের করে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছে বার্তাসংস্থাটি।
যেসব বিক্ষোভকারী পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছিলেন তারা সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।
পার্লামেন্টে কর বৃদ্ধির আইন পাস হওয়ার পর মঙ্গলবার (২৫ জুন) উত্তপ্ত হয়ে কেনিয়ার পরিস্থিতি। এরপর বিক্ষোভকারীরা জোর করে সংসদের ভেতর ঢুকে পড়েন।
সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক মার্সি জুমা কেনিয়ার রাজধানী নাইরোবির কেনিয়াত্তা ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে জানিয়েছেন, হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকজনকে আনা হয়েছে। এছাড়া মোটরসাইকেলে করে অনেকে আহতদের নিয়ে আসছেন। তাদের চিকিৎসা দিতে সেখানে চিকিৎসকরা ছোটাছুটি করছেন।
তিনি আরও জানিয়েছেন, আহত অবস্থায় যাদের নিয়ে আসা হচ্ছে তাদের বেশিরভাগই খুবই কম বয়সী।
গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ-সমাবেশ দেশটির সরকারকে বেকায়দায় ফেলেছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত সপ্তাহের শেষের দিকে বলেছিলেন, তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলতে প্রস্তুত।
কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে নাইরোবিতে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায়। বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষ পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন। সেসময় আইনপ্রণেতারা কর বৃদ্ধির প্রস্তাবের একটি বিতর্ক করছিলেন। সংসদ অধিবেশন চলাকালীন বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলার চেষ্টা করেন। পরে পুলিশ সংসদ ভবনের বাইরে জনতার ওপর গুলি চালায়।