নায়িকারা নিজেদের সৌন্দর্য আরও একধাপ বাড়িয়ে তুলছে নানা ধরনের অস্ত্রোপচার করে। সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে গুজব ছড়ায়, তিনি বোটক্সের কাজ করে চেহারায় পরিবর্তন এনেছেন। এরপরই কসমেটিক সার্জারি নিয়ে প্রশ্নের মুখে পড়েন আরেক অভিনেত্রী কৃতি শ্যান।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ভালো দেখানোর ক্রমাগত চাপ এবং সমালোচনা এড়াতে তিনি সচেতনভাবে এমন লোকদের সঙ্গে নিজেকে জড়ান না, যারা তাকে নিরাপত্তাহীনতায় ফেলে। অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে অনেকেই বোটক্স ট্রিটমেন্ট নিচ্ছে। আমি মনে করি, প্রত্যেকের নিজস্বতা রয়েছে। আপনি যদি মনে করেন, নিজের কিছু অংশ পরিবর্তন করবেন, আর তাতে আপনি আরও আত্মবিশ্বাসী হন সেটা দোষের কিছু নয়।’
অভিনেত্রী আরও বলেন, ‘এটা আপনার সিদ্ধান্ত। আপনার জীবন, আপনার শরীর, আপনার মুখ। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। এটার প্রতি কারও কোনো বিচার করা উচিত নয়।’ তবে অল্পবয়সি মেয়েদের ওপর এর প্রভাব পড়েছে তা স্বীকার করেন কৃতি। তিনি বলেন, ‘আমি চাই না অল্প বয়সি মেয়েরা সবসময় নিখুঁত না হওয়ার চাপ অনুভব করুক। কেউ সবসময় নিখুঁত হয় না। আমাকেও সবসময় নিখুঁত দেখায় না। আমার এমন দিন গেছে, যখন আমি জেগে উঠেছি এবং আমার চোখ ছোট দেখাচ্ছিল। আপনি কখনো এমন কোনো ফটো রাখছেন যাতে ফিল্টার নেই? সুতরাং আপনাকে মেনে নিতে হবে, ‘আমাকে এ রকম দেখতে নয়’।