
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। রূপ ও অভিনয়ে যিনি এখনও দুই প্রজন্মের দর্শককে সমানভাবে মুগ্ধ করে চলেছেন। নব্বই দশকের শেষ দিকে অভিনয়জীবন শুরু করা এই নায়িকা আড়াই দশক পেরিয়েও সেই লাস্যময়ী আবেদন ধরে রেখেছেন।
সামাজিক মাধ্যমেও পূর্ণিমার জনপ্রিয়তা দারুণ। নিয়মিত নিজের ছবি প্রকাশ করেন তিনি; আর ভক্তরাও তাকে ভরিয়ে দেন ভালোবাসা ও প্রশংসায়। বিশেষ করে তার ‘বয়স না বাড়ার’ সৌন্দর্য নিয়ে ভক্তদের আগ্রহও বরাবরই বেশি।
বৃহস্পতিবার বিকেলে পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, কালো রঙের শাড়িতে সজ্জিত পূর্ণিমা, সঙ্গে মিলিয়ে গহনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।’