বিশেষ সংবাদদাতা: অবশেষে জামিন পেয়ে কারামুক্ত হলেন গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন। রোববার (১০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার মুক্তি লাভ করেন।
কারামুক্ত হয়ে নূর হোসেন সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষে একটি কুচক্রি মহলের ইন্ধনে এ মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে। আমি কোন ধরনের চাঁদাবাজির যুক্ত নয়। বরং আমি নিজেও এধরনের চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করিনা। আমি যখন জনপ্রতিনি ছিলাম, তখনও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান ছিলো। মূলত এ কারনেই ওই কুচক্রিমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলাটি দায়ের করতে পারে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, মামলায় পশ্চিম সৈয়দপুরের যে জমিটির কথা হয়েছে, সে জমিটি আমরা ৯০ লক্ষ টাকায় বায়না করছি। ওখানে জমির পরিমান ১১০ শতাংশ। তারা আমার জায়গার মধ্যে দেয়াল দিছে। ওই জায়গাটার নামজারি ছিলোনা, মামলা ছিলো বলে জায়গাটা লিখে নিতে পারিনাই। এখন মামলা শেষ হওয়ায় কয়েকজনে চাচ্ছে তারা আমার কাছ থেকে জমিটা জোর করে নিয়ে অন্য জনের কাছে বিক্রি করতে। তাই তারা ষড়যন্ত্র করে আমাদের নামে মামলা দেওয়াইছে। এছাড়া ওই ষড়যন্ত্রকারিরা আমার জনপ্রিয়তায় ভীত হয়ে নানা সময়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। আমাকে যেহেতু তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। খুব শীঘ্রই আমিও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।