রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, ‘চেয়ারম্যান-কমিশনার যারা আছেন, নির্বাচন করার জন্য মোছ তাওয়াচ্ছেন। ডিসেম্বর থেকে ফেব্রæয়ারির যে কোনো দিনে নির্বাচন হবে। আমি তেমন কোনো আহামরি মানুষ না। কাউকে নমিনেশন দিতে পারবো না। কারো জন্য বলতে পারবো না। আপনারা এখন থেকেই সাধারণ মানুষের উপকারে নেমে যান। তাহলে আর আপনাদের ভোট চাইতে হবে না।’
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর বন্দরে কদম রসুল কলেজে আইসিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনাদের বিপক্ষে কোনো ক্যান্ডিডেটও থাকবে না। কিন্তু এমন যাতে না হয়, যখন নতুন করে জীবন শুরু হলো তখন কেউ যদি কক্সবাজার বেড়াতে যান এলাকা রেখে। ওইটা কিন্তু ভালো হবে না। আপনি যত ভালো মানুষই হন না কেন? আমি আপনাকে প্রশ্রয় দিবো না। এটাকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠার পর লাগলে কক্সবাজার না দুবাই বেড়াতে যান সমস্যা নাই।’
সেলিম ওসমান বলেন, ‘প্রত্যেকটা কমিশনার, চেয়ারম্যান যে দলেরই হন না কেন, মানুষের জন্য যারা কাজ করবে আমরা তাদের নির্বাচিত করবো। মানুষের কাজে আসেন পরে না হয় দরকার পরলে জনগণের কাছে আমি ভোট চাইবো। কে কোন প্রতীকের সেটা আমার কাছে বিষয় না। আমি নারায়ণগঞ্জ কলেজের নিজস্ব ফান্ড দিয়ে ৭ তলা ভবন নির্মাণ করেছি। যেকোনো সময় নারায়ণগঞ্জ কলেজ ও কদমরসূল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপ নিতে পারে। কিন্তু এর আগে আমাদের সকলের সম্মিলিত থাকতে হবে।’
এই সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, মহানগর জাতীয় পার্টির আহŸায়ক সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, নাসিক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল, আফজাল হোসেন, হান্নান সরকার, ফয়সাল মো. সাগর প্রমুখ।