রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।
এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে পণ্যবাহী পরিবহন, অ্যাম্বুলেন্সসহ ব্যক্তিগত গাড়ি।
সিনহা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা তিন মাসের বেতনের দাবিতে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টার পর থেকে সড়কে নামে। এর আগে তারা কারখানার ভেতরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করে।
শ্রমিকরা জানান, এর আগেও তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছেন। পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। পরে এ আশ্বাসের কোনো সমাধান হয় না। তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় বাড়িভাড়া, দোকানের বাকি, সংসার খরচসহ বিভিন্ন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা।
খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অধিকাংশ শ্রমিক সড়কে নেমে এসেছে। তারা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক আটকে দেয়। পুলিশ চেষ্টা করছে মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিতে।