চিত্রনায়ক আরিফিন শুভ ভারতীয় ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। সৌমিক সেনের নতুন সিরিজে তার বিপরীতে টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে দেখা যাবে। ইতিমধ্যে দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা।
ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ জানিয়েছে, সিরিজটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে।
তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন সৌমিক। আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্রের বরাতে জানা গেছে শুভ এতে চূড়ান্ত হয়েছেন। সিরিজটি প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। খুব শিগগিরই এর দৃশ্যধারণ শুরু করা হবে।
এর আগে ভারতের দুটি ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ ও রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তে দেখা যাবে তাকে। ১৯ এপ্রিলের কাহিনি সত্তর দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ।
অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে ‘লহু’। শুভ বিপরীতে আছেন সোহিনী সরকার। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত দুটি সিনেমা— মিঠু খানের ‘নীলচক্র’ ও রায়হান রাফীর ‘নূর’।