বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ধামগড় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, ‘আমরা এমন একজন সংসদ সদস্য পেয়েছি যিনি তৃণমূলের কথা শুনেন। জনগণের প্রয়োজনগুলোর কথা শুনে তার বাস্তবায়ন করেন। জাঙ্গালবাসীর প্রাণের দাবী ছিলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রীজ নির্মাণ করা। আজ তার বাস্তবায়ন হতে চলেছে। তিনি প্রমাণ করেছেন তিনি উন্নয়নের অবিসংবাদিত নেতা। একজন দানবীর এমপি আমরা পেয়েছি, সেজন্য আমরা গর্বিত। তিনি দান করে প্রকাশ করতে চান না, তিনি জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান। নানান অসুস্থতা ও প্রতিবন্ধকতা নিয়েও তিনি আমাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা আশীর্বাদস্বরূপ এমন এমপি পেয়েছি। সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত বিপুল পরিমাণ অর্থ তিনি জনকল্যাণে ব্যয় করছেন। তিনি শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে দিনরাত কাজ করে চলেছেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে আরো শক্তিশালী করতে আসুন এমপি সেলিম ওসমানকে আমরা পুনরায় নির্বাচিত করি’।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের) জাঙ্গাল বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে (১৩ নভেম্বর) সোমবার বিকেলে জাঙ্গালে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে ধামগড় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, প্রধান বক্তা হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, জেলা পরিষদের সদস্য মাসুম আহম্মেদ, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (আজিজ), সদস্য খন্দকার হাতেম হোসাইন, ধামগড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পার্থী মোঃ আনিসুল হক, ছাত্র লীগ নেতা মাহমুদুল হাসান ও ফরহাদ উপস্থিত ছিলেন।
ধামগড় ইউপি সদস্য ফয়েজুর রহমান মোল্লার সঞ্চালনায় এসময় ধামগড় ইউপি’র অন্যান্য সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ও বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন।