ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা রাশিয়ার সোনা আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে রোববার ব্রিটিশ সরকার জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একই কথা বলেছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও জি-সেভেনভুক্ত দেশ একসঙ্গে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে যাচ্ছে।
বাইডেন খুদে ব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় জানান, জি-সেভেন ও আমরা একসঙ্গে রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধের ঘোষণা দিতে যাচ্ছে। এটা রাশিয়ার অন্যতম রপ্তানি পণ্য, যা থেকে মস্কো বিলিয়ন ডলার আয় করে
।
প্রসঙ্গত, রাশিয়ায় জ্বালানির পরে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি দ্রব্য হল সোনা। ইউক্রেনে হামলা চালানোর প্রতিবাদেই সোনা আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাইডেন। এই সম্ভাব্য নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে লোকসানের মুখে পড়বে রাশিয়া।