
মাত্র ১ হাজার টাকার বিনিময়ে রাতে আঁধারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় মো.রিয়াজ (৩২) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন ফুটওভার ব্রিজে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটান। আটককৃত দুষ্কৃতিকারী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের বেহাকৈর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত ফুটওভার ব্রিজের উপর টানানো জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বেশ কয়েকটি ব্যানারে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এসময় আগুন পুরো ফুটওভার ব্রিজে ছড়িয়ে পড়লে বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে।
পরে তারা সেখানে এগিয়ে গেলে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায় তবে রিয়াজ হোসেন নামে এক যুবক জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে অভিযুক্ত যুবক রিয়াজকে আটক করে।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রিয়াজ স্বীকার করেন অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে পাওয়া এক হাজার টাকার বিনিময়ে বিএনপি নেতা মামুন মাহমুদের ব্যানারগুলোতে আগুন ধরায়।