বিদ্যায় পুঁথিগত আর আচরণে স্বশিক্ষিত বলেন পিতা মো. দ্বীন ইসলাম (শান্ত) একজন রেমিটেন্স যোদ্ধারও স্বপ্ন থাকে তার পরিবারের সুখ শান্তি আর সন্তানকে সুশিক্ষায় স্বশিক্ষিত করার।
বিদ্যায় পুঁথিগত আর আচরণে স্বশিক্ষিত বলেন পিতা মো. দ্বীন ইসলাম (শান্ত) মোহাম্মদ দ্বীন ইসলাম (শান্ত)র সুযোগ্য সন্তান কোরআনের পাখি ৩০ পারা কোরআন মুখস্ত করে কোরআনে হাফেজ হয়েছে ছেলে: মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ (রিদওয়ান) ত্রিশপারা কোরআন খতম করেছে ইনশাআল্লাহ আমিন, মায়ের গর্ব আমার অহংকার, আল্লাহ যেনো তাকে আলেম ওলামা করে মনুষ্যত্ব মানুষের মাঝে সীমাবদ্ধ রাখেন, রিদওয়ানের পিতা আরও বলেনÑ আমার প্রবাসী জীবনের সফল পাওয়া সন্তান হাফেজ হয়েছে আজ, ত্যাগ, তিতিক্ষা শ্রমের কথা ভুলে গেছি, যে হালাল রোজগারের টাকায় একজন আলেম গড়ে তুলতে সক্ষম করেছে আল্লাহ মহান। আমার স্ত্রীর অবদান অশেষ, একা দুটি সন্তানকে আমার নিরলস চেষ্টা করে কোরআনে হাফেজ করতে জান জীবন চেষ্টা করে আজ জান্নাতি জয় সফল, আমি কৃতজ্ঞতা জানাই আমার সন্তানের মায়ের প্রতি আল্লাহ মা, সন্তান সবাইকে ভালো রেখো সমস্ত মুসলিম জাতির দোয়া কামনা করি আমার পরিবারের
পক্ষ থেকে ফরাজীকান্দা ২০নং ওয়ার্ড বন্দর নারায়ণগঞ্জ।