মুক্তির পর থেকেই নতুন নতুন দৃষ্টান্ত গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা-২: দ্য রুল’। প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এ সিনেমা। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। তবে সাফল্যের পাশাপাশি বিতর্কও সিনেমাটির পিছু ছাড়ছে না।
জানা গেছে, উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমাটি। সুকুমার নির্মিত এ সিনেমা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন।
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুক্রবার উত্তর ভারতের পিভিআর, আইনক্স প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হবে “পুষ্পা ২: দ্য রুল”।’ মুহূর্তে ছড়িয়ে পড়ে তার সেই পোস্ট। তার কিছু ক্ষণপরেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দাবি ফিরিয়ে নেন চলচ্চিত্র বিশেষজ্ঞ। তিনি লেখেন, ‘একটি সমস্যা হয়েছিল। তবে তার সমাধান হয়েছে। এক এক করে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবি।’
হিন্দি ভাষায় সিনেমাটি দৃষ্টান্ত স্থাপন গড়েছে। মুক্তির পর থেকে হিন্দি ভাষায় এ সিনেমা ৬০০ কোটি রুপি ব্যবসা করেছে। তবে সারাবিশ্বে আল্লু অর্জুন অভিনীত এ সিনেমা ১৫০৮ কোটি রুপির ব্যবসা করেছে। সিনেমাটি মুক্তির আগে থেকেই অনুরাগীদের তুমুল আগ্রহ দেখা দেয়।
করোনা মহামারির সময় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। সেই সময় মানুষকে প্রেক্ষাগৃহে ফিরিয়েছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার এ সিনেমা। তাই এ সিনেমা নিয়েও প্রথম থেকেই ব্যাপক উত্তেজনা দেখা গেছে।