ঈদ বোনাস ও মজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে হোসিয়ারী শ্রমিকরা নারায়ণগঞ্জের উকিল পাড়ায় সমবেত হয়ে শহরে বিক্ষোভ মিছিল ও নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তর ঘেরাও করে সমাবেশ করেছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় চাষাড়া বিভাগীয় শ্রম দপ্তর ঘেরাও করে এ বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ‘টিইউসি’র কেন্দ্রী নেতা হাফিজুল ইসলাম, হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সভাপতি আঃ হাই শরীফ ও আঃ মতিন, রমজান, স্বপন দাস সহ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন দুই বছর পরপর হোসিয়ারী শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা থাকলেও মালিকরা মজুরি বৃদ্ধি করছেন না। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও বাড়ি ভাড়া, গাড়ি ভাড়াসহ সব কিছুর দাম বেড়ে যাওয়ার ফলে জনজীবনের ব্যয় বেড়েছে কয়েক গুণ। হোসিয়ারী শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে বর্তমান বাজারে কোন ভাবেই তাদের সংসার চলে না। বেঁচে থাকার তাগিদে মজুরি বৃদ্ধি ও ঈদ বোনাস সহ ৮ দফা দাবি আদায়ে হোসিয়ারী শ্রমিকদেরকে রাজপথে নামতে হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। নিত্যপণ্যের উর্ধ্বমূখী বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিক কর্মচারীদের বর্তমান মজুরির উপর ৫০ ভাগ বৃদ্ধি করতে হবে। আর এন এস এর গেঞ্জীর ক্ষেত্রে ৭০ ভাগ মজুরি বৃদ্ধি করতে হবে। হিন্দু’দের দূর্গা পূজা উৎসবের ছুটি ৩ দিন দিতে হবে। হোসিয়ারী বডি মেশিন শ্রমিকদের ২ মেশিনে শিফট ধরে ৮ ঘন্টায় ৩ শত টাকা দিতে হবে। অতিরিক্ত মেশিন চালানোর জন্য প্রতি মেশিনে ১০০ টাকা করে মজুরি দিতে হবে। দেশে প্রচলিত শ্রম আইন অনুযায়ী সকল শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র সহ আইনি সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। নারী শ্রমিকদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান করতে হবে।
তারা আরও বলেন, হোসিয়ারী শিল্পের সাথে সম্পর্কিত সকল শ্রমিকদের উপরোক্ত সুবিধাদী প্রদান করতে হবে। সকল শ্রমিকদের ঈদ বোনাস দিতে হবে। ফোরণ ভিত্তিক শ্রমিকদের দুই ঈদে উৎসব বোনাস ও পূজায় ৬ হাজার টাকা করে দিতে হবে। বিসিক শিল্পনগরীতে নির্ধারিত জায়গায় হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের অফিস ও আসবাবপত্র দিতে হবে। ন্যায়সঙ্গত এসব দাবি আদায়ে শ্রমিকরা নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তর ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ চলাকালীন সময় শ্রমিক প্রতিনিধিদের একটি দল শ্রম পরিচালকের নিকট তাদের দাবি আদায়ে ও সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এসময় শ্রম পরিচালক খুরশেদ আলম হোসিয়ারী মালিকদের সাথে কথা বলে সংকট সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যায়। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে হোসিয়ারী শিল্পের উৎপাদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।