বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

ইসলামী ব্যাংক প্রতিটি মানুষের আস্থার ব্যাংক – এমডি মুহাম্মদ মুনিরুল মওলা

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ : ব্যাংকিং খাতের সনামধন্য একটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সারাদেশের সর্বোচ্চ গ্রাহক এবং সেবার মাধ্যমে এই ব্যাংকটি মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং ইসলামী ব্যাংক দেশের গণমানুষের আস্থার ব্যাংক বলে মন্তব্য করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলা।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর ) সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড হিরাঝিল আবাসিক এলাকার হাবিবুল্লাহ টাওয়ারের তৃতীয় তলায় ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার নতুন ঠিকানায় শুভ উদ্বোধন
কালে তিনি এসব কথা বলেন।

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের প্রধান মোঃ মিজানুর রহমান ভূইয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ – ব্যবস্হাপনা পরিচালক ডঃ এম.কামাল উদ্দীন জসীম,সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মাহবুব মোরশেদ, শাখা প্রধান মুহাম্মদ নাজমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃআব্দুল মান্নান, সোনারগাঁও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ ইকবাল হোসাইন ভূইয়া ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মোঃ আব্দুল জব্বার সহ শাখার কর্মকর্তা এবং গ্রাহক ও শুভানুধ্যায়ী গন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে যাত্রা শুরু করে বর্তমানে সারাদেশে ৪০০শাখা,২৭০ উপশাখা, ৩০০০এটিএম, ২৭৭০ এজেন্ট এবং ৬০০০সার্ভিস আউটলেটের মাধ্যমে গ্রাহকেদের সেবা প্রদান করে যাচ্ছে। এটি একটি আন্তর্জাতিক মানের ব্যাংকে পরিনত হয়েছে। সারাদেশে মোট ৬১টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক মোষ্ট পপুলার এবং সর্ববৃহৎ ব্যাংক।এই ব্যাংক ইসলামী শরিয়াহ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। ইসলামী ব্যাংক প্রতিটি মানুষের প্রয়োজন পূরনের ব্যাংক।

তিনি আরো বলেন, ২০১৭ সালের আগ পর্যন্ত আমরা স্বাধীনভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছি। এরপর মাঝখানে কয়েকটি বছর রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে ব্যাংকিং সকল কার্যক্রমের উপর। ইনশাআল্লাহ ৫আগষ্টের পর আমরা আবারও আমাদের প্রিয় প্রতিষ্ঠানে পুরোপুরি স্বাধীনভাবে কার্যক্রম শুরু করেছি। অতিশীঘ্রই আমরা এই ব্যাংকের অতীতের গৌরব ফিরিয়ে আনবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort