ফতুল্লার ইসদাইরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী শামীম (৩০) কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় আল আমিন নামের এক যুবককে ১ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রবিবার (২৯ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এ আদেশ দেন। রিমান্ডকৃত আল আমিন (৩০) ফতুল্লা থানার আল ইসলামের ছেলে।
এর আগে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে।
রিমান্ডের বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ইসদাইর রেললাইন এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী শামীমকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে কুপিয়ে হত্যার ঘটনায় আল-আমিন নামে এক ব্যক্তির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।