ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। শনিবার (২১ ডিসেম্বর) হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তেল আবিবের কাছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোঁড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়। তবে এর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।