‘বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে। দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
শনিবার (২১ জানুয়ারি) বিকালে সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার এসব কথা বলেন।
তিনি বলেন, এই মোগরাপার ইউনিয়ন থেকেই আমার পূর্ব পুরুষেরা পূর্বে নেতৃত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আবারও আমরা নেতৃত্ব দিব।
মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা গোলপের সভাপতিত্বে এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. শামসুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, মোবারক সংসদ এর সভাপতি এরফান হোসেন দ্বীপ।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারের এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে, তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।
মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক ফিরোজ হোসেন ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, এড. নুর জাহান, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দীন চৌধুরী মঞ্জু, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ন সাধারণ সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, জেলা তাঁতি লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুইয়ার ছেলে আহসান হাবিব টিপু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন, আওয়ামী লীগ নেতা করিম আহম্মেদ, কাঁচপুর ইউপি মেম্বার মান্নান, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর আওয়ামী লীগের নেতা হৃদয় প্রধান প্রমুখ।