
পরিচালক মেহেদী হাসান নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘রাক্ষস।’ যার নায়ক হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। নায়ক চূড়ান্ত হলেও এই সিনেমার নায়িকা কে হবেন তা নিয়ে চলছে টানাপড়েন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল এই সিনেমায় কলকাতার আলোচিত নায়িকা ইধিকা পাল চূড়ান্ত হয়েছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে ইধিকা নয়, কলকাতারই আরেক অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি হতে যাচ্ছেন সিয়ামের নায়িকা। যদিও এ প্রসঙ্গে পরিচালক মুখ খুলছেন না এখনই। এদিকে ইধিকা জানিয়েছেন তিনি এই সিনেমায় কাজ করছেন না।
এদিকে ‘রাক্ষুস’ সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, নির্মাতারা কলকাতার উদীয়মান অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির ব্যাপারে যথেষ্ট আগ্রহী। সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে সম্প্রতি আলোচিত এই নায়িকার সঙ্গে নাকি নির্মাতাদের কথা এগোচ্ছে। ব্যাটে-বলে মিললে সিয়ামের বিপরীতে তাকেই দেখা যেতে পারে। তবে কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে দুই পক্ষই নীরবতা পালন করছেন এ ব্যাপারে।