মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইতিহাসে প্রথমবার ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বাধা তৈরি করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি হেরে যাওয়ার পরে এ অবস্থা করেন। এমনকি তার ক্ষমতা হস্তান্তরের আগে উচ্ছৃঙ্খল জনতা ক্যাপিটল হিল ভবনে হামলা চালায়।
ক্যাপিটল হিলে হামলার বর্ষপূর্তিতে বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন। এএফপি, সিএনএন ও টাইমস অব ইন্ডিয়া।
গত বছর ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালিয়েছিল।
এর আগে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছিল, নির্ধারিত ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘সত্য উন্মোচন’ করবেন। তবে ক্যাপিটলে হামলার বছরপূর্তিতে নিশ্চুপ রয়েছেন ট্রাম্প। এদিনে সংবাদ সম্মেলন ডেকেও তা বাতিল করেছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি তা পিছিয়ে দিয়েছেন।
এর আগে হোয়াইট হাউজের মুখপাত্র জেন পিসাকি স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে বলেছিলেন, ক্যাপিটল হিলের ঘটনার পর থেকে ছড়ানো মিথ্যা নয়, বরং সেদিন কী ঘটেছিল তার সত্য বিবরণ ও বিষয়টি আইনের শাসন ও গণতান্ত্রিক সরকারের জন্য কী বিপদ সৃষ্টি করেছে তা তুলে ধরতে চান প্রেসিডেন্ট।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন আইন পরিষদে জো বাইডেনের প্রেসিডেন্ট পদে নির্বাচন চূড়ান্ত করার জন্য ইলেক্টোরাল কলেজ ভোট গণনা চলছিল। তখন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ভোটে কারচুপির অভিযোগ এনে ক্যাপিটল হিলে হামলা করে নজিরবিহীন তাণ্ডব চালায়। ওই দিনের সহিংসতায় চারজন নিহত হয়। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ক্যাপিটল হিলে তার সমর্থকদের প্রতিবাদের বর্ষপূর্তির নির্ধারিত কর্মসূচি ১৫ জানুয়ারি পালিত হবে। সেদিন অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি সমাবেশে বক্তব্য দেবেন তিনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো এস্টেট থেকে তিনি মঙ্গলবার এ ঘোষণা দেন।
ক্যাপিটল ভবনে হামলার ঘটনা তদন্তে মার্কিন কংগ্রেসের একটি কমিটি কাজ করে যাচ্ছে। এই কমিটি ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কাছ থেকে খুব কমই সহযোগিতা পাচ্ছে। তবে তারা ইতোমধ্যে তিন শতাধিক মানুষের জবানবন্দি নিয়েছে। হাজারো নথি সংগ্রহ করেছে।