ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে বৃহস্পতিবার রাজধানী কিয়েভে দেখা করেন ফ্রান্স, ইতালি, জার্মানি ও রোমানিয়ার রাষ্ট্রপ্রধানরা।
শক্তিশালী চার দেশের নেতারা দেখা করে যাওয়ার পর প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য ভালো খবর আসছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নিয়মিত ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন এবং সামনে এগিয়ে যাওয়ার মুহূর্ত।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে এ চার দেশের সবগুলোর সমর্থন তিনি পেয়েছেন।
জেলেনস্কি বলেন, এই বৈঠকের ফলাফল যদি বলা হয় তাহলে আমি বলব ইতিবাচক।
কাল এবং পরশু ইউক্রেনের জন্য অনেক খবর থাকবে এবং আমার বিশ্বাস এগুলো ইতিবাচক হবে, যোগ করেন জেলেনস্কি।
ইউক্রেন অবশ্য এরপর একটি ভালো খবর পেয়েছে। সেটি হলো তাদেরকে ইউরোপীয় ইউনিয়নের ‘সদস্য প্রার্থীর’ মর্যাদা দেওয়ার ব্যাপারে সায় দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট।
ইউক্রেন দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাচ্ছে।
এখন তাদের ‘সদস্য প্রার্থীর’ মর্যাদা দেওয়া হলে স্থায়ী সদস্য হওয়ার পথ অনেকটাই প্রসারিত হবে।