আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এবং মাস্ক পরিধান না করে হোটেলে খাবার বিক্রি করায় ৭ জন চাল ব্যবসায়ীর প্রত্যেককে ১ হাজার টাকা ও ১ জন হোটেল ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রম্যমান আদালত। বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) বিকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান এই জরিমনা আদায় করেন।
সহকারী কমিশনার ভুমি আরাফাত মোহাম্মদ নোমান জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করণে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে বাজারের সুমন, জহিরুল হক, মোস্তফা, হাবিব, জজ মিয়া ও মাহফুজুর রহমানের দোকানে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং সকলকে সতর্ক করা হয়।
অপর দিকে উপজেলার গোপালদী বাজারে নাজিম উদ্দিনের হোটেলে মাস্ক পরিধান না করে খাবার বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার ভুমি আরো জানান, প্রাথমিক ভাবে এদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।