রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ চাঞ্চল্যকর হালিমা খুনের প্রধান আসামি ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার নগরডৌকাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমান আলী স্থানীয় গোপালদী পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ভিটি কলাগাছিয়া এলাকার সুলতানের ছেলে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে মৃতের মেয়ে তানিয়ার স্বামী হাসান আলীর সঙ্গে তার ভাই মামলার প্রধান আসামি ইমান আলীর বাকবিতন্ডা হয়। এসময় ঝগড়া থামানোর চেষ্টা করে মা হালিমা বেগম। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমান আলী হালিমার গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের স্বামী করিম ভূঁইয়া বাদী হয়ে দুই ব্যক্তিকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন।