আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদের শাখা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলেন সহাকারী কমিশনার (ভুমি) শাহাদাৎ হোসেন। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় দুপ্তারা ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় ব্রহ্মপুত্রের শাখা থেকে বালু উত্তেলনে ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়।
স্থানীয়রা জানায়, দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজ আহম্মেদ মোল্লা ক্ষমতার দাপট দেখিয়ে ব্রহ্মপুত্র নদের শাখার একাধিক স্থান থেকে দীর্ঘদিন থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন।
পরে একই দিন বিকালে সদর বাজারে যানজট মুক্ত করতে ও একটি রংয়ের দোকানে নিয়মনীতি মানা মানায় তাকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহাকারী কমিশনার (ভুমি) শাহাদাৎ হোসেন জানান, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে বালু উত্তোলন যাতে না করতে পারে সেজন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ফলোআপ করা হবে।