রুদ্রবার্তা২৪.নেট: জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, মৎস্য চাষির পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টায় খাগকান্দা ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার। আরও উপস্থিত ছিলেন মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার বেগম, স¤প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার সিথী, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন, আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, ক্ষেত্র সহকারী শাম্মী আক্তার, মিলি বেগম, ইউপি সদস্য মো. রফিক প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার জানান, খাগকান্দা ইউনিয়নের মৎস্য চাষিদের পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয় এবং মাছ চাষে মাটি ও পানির গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান করা হয়। এ সময় খাগকান্দা ইউনিয়নের মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।