আড়াইহাজারে নারীসহ ৩জনকে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (১০ মার্চ) আড়াইহাজার উপজেরার বিশনন্দী ফেরীঘাটের পরিবহনের টোল আদায়ের বক্স এলাকায়, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া শান্তিনগর এলাকার খোকন চন্দ্র দাসের ছেলে শ্রী প্রান্ত চন্দ্র দাস (২০), কুমিল্লার কোতয়ালী বিবির বাজার,গাজীপুর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মো. শাকিল (২১) ও বরিশাল বানারীপাড়ার শিয়াল কাঠি এলাকার জামরুল হোসেন টুটুলের স্ত্রী আছমা বেগম (২৮)। আটককৃত মো. শাকিলের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ২টি পৃথক মামলা রয়েছে এবং আসামী আছমা বেগম (২৮) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানায় ১টি মাদক মামলা রয়েছে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, , প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গত ১০ মার্চ ২০২৩ খ্রিঃ গ্রেফতারকৃত আসামীদেরকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে আটক করা হয়। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর কঠোর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।