নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ কেজি গাঁজা ও ৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জুয়েল বাহার (১৯), মো. আবু সালেহ @ জীবন (১৯) এবং মো. সোরাপ মিয়া (২০)।
তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে আড়াইহাজার থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে আড়াইহাজার থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ অক্টোবর) বিকেলে আড়াইহাজার থানার সাদারদিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।