এম এইচ তালুকদার: আলোর প্রদীপ যেখানে রাখেন না কেন ?আলো ছড়াবেই। ওস্তাদ এবিট লিও এর কথা বলছি, তিনি শুধূর মালয়েশিয়া থেকে পবিত্র এছতেমায় এসেছে। এই এজতেমায় বিভিন্ন দেশ থেকে মুসলিম উম্মাগন একত্রিত হন। নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য ,দিন প্রচারের সহযোগিতা করার জন্য। এখানে এসেই তিনি সাধারণ পথ শিশুদের অবস্থা দেখে ,তিনি তার কর্ম শুরু করে দিয়েছে। তিনি নিজ হাতে বাজার করে রান্নাবান্নার সহযোগিতা করে, তার নিজের হাতে পথ শিশু ও অসহায় মা-বোনদের মুখে অন্ন তুলে দিয়েছে। বর্তমানে ফেসবুক ও ইউটিউবে ঘটনাটি ভাইরাল হয়েছে। এছাড়াও তিনি অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে বিশ্বের কয়েকটি দেশে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তিনি ফিলিস্তিনি মুসলিমদের সহযোগিতা করেছে এবং আফ্রিকার হতদরিদ্র লোকদের মাঝে খাদ্য ত্রাণ বিতরণ করেছে। মালয়েশিয়ায় ও ইন্দোনেশিয়ায় অসহায় সাধারণ মানুষের জন্য নিজের অর্থ দিয়ে বিভিন্ন জনকল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছে। এমনকি নিষিদ্ধ পল্লীতে যেখানে যেতে আমরা ঘৃণা করি সেখানে যেয়েও ইসলামের দাওয়াত এবং সাহায্য সহযোগিতা পৌছেয়ে দিয়েছে। যারা সর্বদা মাদকে আসক্ত ছিল, সারা অঙ্গে বিচিত্র ট্যাটু দিয়ে শরীর ভরা ছিল, তাদেরকে তিনি সঠিক পথে ফিরিয়ে এনেছে। সারা বিশ্বে ওস্তাদ এবিট লিও কে সুপার হিরো হিসেবে সবাই চিনে।