
সেলহার্স্ট পার্কে উজ্জীবিত ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানের সঙ্গে আবারো তারা ব্যবধান দুই পয়েন্টে কমাল। আর্লিং হালান্ডের জোড়া গোলে টানা চতুর্থ লিগ জয়ে শীর্ষ দল আর্সেনালকে চাপে রাখল সিটি।
শীর্ষ চারে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল প্যালেসের সামনে। তারা উজ্জীবিত পারফর্ম করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি। ম্যাচে পার্থক্য গড়ে দেয় সিটির দুই খেলোয়াড়ের দারুণ দুটি গোল।
শুরুর দিকে এগিয়ে যেতে পারত প্যালেস। মাঝমাঠ থেকে সতীর্থের ক্রসে বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন ইয়েরেমি পিনো। তারপর তার হাফ ভলি সিটি কিপার জিয়ানলুইজি দোনারুমাকে পরাস্ত করলেও ক্রসবারে আঘাত করে। পরে স্বাগতিকরা আরো কয়েকবার সিটির পরীক্ষা নেয়।