হাজী আহাম্মেদ তুষার মাঈনউদ্দিন বলেন।
আল্লাহ আমাকে যতটুকুন দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আমার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই ইনশাআল্লাহ অর্থ সংকটে।
আমি এসেছি কলাগাছিয়া ইউনিয়নকে নিউ মডেলে রুপান্তরিত করতে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
দান না করে নেতা হওয়া নয় মন থাকতে হয় দানের। আমার কেউ প্রতিপক্ষ নয়
আমার বড়ো ভাই বন্ধু সবাই।
এক হয়ে কাজ করে শক্তি ও সমৃদ্ধ গড়বো নিজের জন্মভূমি ইউনিয়ন কে ভাই ব্রাদার ও বড়োদের দোয়া নিয়ে
সাহস চাই সাথে দোয়া।
তারপর দলের মান, সম্মান ভালোবাসা অবিরাম রাখার চেষ্টা অন্তিম। আমার কোনো অপুরনতা বা অভাব অনটনে আসিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনের উদ্যোগ।
আমার জন্য সমগ্র দেশবাসীর কাছে দোয়া চাই,
আমি যেনো অবহেলিত মানুষের পাশে থেকে হাসি ফোঁটাতে পারি, তার সঠিক পাওনা হক দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সমাজে দেশে আজো অনেক তৃণমূল পর্যায়ের নেতারা অবহেলিত ভুখা নাঙা, দাড়াবো তাদের পাশে। আমার কর্মসূচি দেখে শিখতে হবে ইউনিয়ন পরিষদের ভিন্ন নেতাদের এমন কিছু করবো দশের জন্য। শ্রদ্ধা ভাজন বড়ো ভাই বন্ধু সকলের সহযোগিতা নিয়ে। উপরে আল্লাহ নিচে মাটি সাক্ষী থাকলো। নিন্দুকেরা কতো কিছুই বলে তা সব শুনলে কি দেশ চলে? ভাত খাওয়ার সময় দুই চারটি ভাতও পরে মাটিতে।