স্টাফ রিপোর্টার: সম্প্রতি নারায়ণগঞ্জ দুই নং রেলগেইটের থান কাপড় মার্কেটের সামনে যে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। তা দু:খজনক। প্রকৃত পক্ষে, রেলওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উক্ত ঘটনাটি ঘটেছে। প্রকৃত ঘটনা, আমার স্বামী কবির হোসেন, পিতা: মৃত ফালান মিয়া, সে কোনো সন্ত্রাসী নয়। গত কিছু দিন যাবত সে মানসিক সমস্যায় রয়েছেন। গত ২রা সেপ্টেম্বর সোমবার রেলওয়ে জমিতে দোকান ঘর নির্মাণের উদ্দেশ্যে বাঁশ, খুটি, সাইনবোর্ড, সাবল ইত্যাদি সরঞ্জাম নিয়ে গেলে। সেখানে উপস্থিত লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। সে সময় আমার স্বামী কবির হোসেনকে এলাকার লোকজন মারধর করে রক্তাক্ত জখম করে। পুলিশ খবর পেয়ে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল পাঠায়।
তার স্ত্রী আয়শা জানায়, আমার স্বামী নাগরিক ঐক্যের সাথে জড়িত। সে কোনো সন্ত্রাসীর সাথে জড়িত নয়। কিন্তু দু:খের বিষয়ে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় তাকে ৩ ও ৪ সেপ্টেম্বের তাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। যা আদৌ সত্য নয়। আমার স্বামীকে পুলিশ আটক করেনি। পুলিশ আমার স্বামীকে উদ্ধার করে চিকিৎসা করিয়েছেন। একটি মহল অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় আমাদের পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। আমার স্বামীর পরিবার নারায়ণগঞ্জের পরিচিত পরিবার। কেউ সন্ত্রাসীর সাথে জড়িত নয়। এমনকি কোনো মামলা বা জিডি নেই। শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরিশেষে সাংবাদিক ভাইদের বিশেষ ভাবে অনুরোধ করছি, সংবাদ প্রকাশ করার পূর্বে সংবাদ যাচাই করুন। সেই সাথে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কবিরের স্ত্রী আয়শা আক্তার।