ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের আবেদনের বিকল্পের প্রয়োজন নেই, আমাদের এই ধরনের আপস করার দরকার নেই।
পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সঙ্গে শনিবার কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ কথা বলেন।
জেলেনস্কি আরও বলেন, আমাদের বিশ্বাস করুন, এটা ইউরোপে ইউক্রেনের সঙ্গে আপস হবে না। এটা হবে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে আরেকটি আপস। আমি এ ব্যাপারে একদম নিশ্চিত। এটা একটি ইউরোপীয় দেশের ইউক্রেনকে সমর্থন করা বা না করার সিদ্ধান্তের উপর রাশিয়ান কর্মকর্তা এবং লবিস্টদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব ও চাপ।
এর আগে, জেলেনস্কি যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের জন্য ‘জরুরি ভিত্তিতে’ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে একটি আবেদনে স্বাক্ষর করেন। ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনকে ‘অবিলম্বে’ একটি বিশেষ পদ্ধতির অধীনে সদস্য হওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনের পূর্ণ ইইউ সদস্য হতে ‘কয়েক দশক’ সময় লাগতে পারে।
তাই ইইউ এ যোগদানের বিকল্প হিসেবে ইউক্রেনকে একটি ‘ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ে’ যোগদানের প্রস্তাব দিয়েছিলেন তিনি।