নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আজকে আছি, কালকে নাও থাকতে পারি। মৃত্যু প্রতিটা সময় আমাদের পেছনে পেছনে ঘুরে। আল্লাহ বাঁচায় রাখলে কেউ মারার ক্ষমতা রাখে না। অনেকেই এখন চটকদার বক্তব্য দেন আমাদের উত্তেজিত করতে। আমরা কোন পাগল-ছাগলদের কথায় উত্তেজিত হই না। এটা হইলো পরিস্কার বাংলা কথা।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচনী প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, এই বছরটা বাংলাদেশের অত্তন্ত ক্রাইসেসের বছর। সকল ষড়যন্ত্রকারীরা এক হয়েছে, ওরা কামর দিবে। আর আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ওই সমস্ত অপশক্তির বিষদাঁত ভাঙ্গার জন্য প্রস্তুত আছি।
শামীম ওসমান আরও বলেন, আমরা উন্নয়নের কথা চিন্তা করে এই প্যানেলটি নির্বাচিত করেছি। আগামীতে নারায়ণগঞ্জের বিভিন্ন অগ্রগতিতে এই বার গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। যারা বুঝদার তারা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। আমি রোববার আসবো আর ৩০ তারিখ তো নির্বাচন, ওইদিনও থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাদারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সিনিয়র আইনজীবী এড. মাসুদ উর রউফ, পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, সভাপতি পদপ্রার্থী এড. জুয়েল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. মোহসীন মিয়া, সহ সভাপতি পদপ্রার্থী এড. রবিউল আমিন রনি প্রমুখ।