পরিবেশ দূষণে বিপর্যস্ত নারায়ণগঞ্জকে উত্তরণের উপায় এর বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পৃক্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শাওন শায়লা, এলআরডি এর নির্বাহী পরিচালক মামুনুল হুদা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরে শুধু শিল্পপতিরাই বসবাস করে না, এই শহরে মানুষও বাঁচবে। একদম বস্তিতে যে বসবাস করে সে যেমন সৌন্দর্য্য দেখবে, তেমনি ধনী ব্যক্তিও শহরের সৌন্দর্য্য উপভোগ করবে। এখন নারায়ণগঞ্জ শহরে যারা সর্বোচ্চ ব্যক্তি তারা ঘুরতে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা যায়। সেখানে তারা বাড়িও করে। কিন্তু আমি নিউজিল্যান্ডের মত সবুজ নগরী রেখে আমি দেশের টানে চলে এসেছি। কিন্তু আমি নিউজিল্যান্ডের মত সবুজ নগরী রেখে আমি দেশের টানে চলে এসেছি। আমার মনে হয় না, বাংলাদেশের দ্বিতীয় কোন জনপ্রতিনিধি আছেন যে এত যুদ্ধ করে নিজ শহরে টিকে থাকেন। আর যুদ্ধটা হলো, রাস্তা বড় করতে হবে, গাছ কাঁটা যাবে না, খাল, পুকুর, মাঠ রক্ষা করার লড়াই করতে হয়। আমার বিরুদ্ধে বড় বড় চিঠি যায় সংসদীয় কমিটির কাছে। প্রধানমন্ত্রীর, ডিজিএফআই এর কাছে। কিন্তু তারপরেও আমরা থামিনাই। আর থামি নাই বলেই নারায়ণগঞ্জে এতো সুন্দর হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, রিবেশ রক্ষায় আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, নারায়ণগঞ্জ শহরের পরিবেশ নিয়ে। এই প্রকল্পকে আমরা বলতে পারি ‘সবুজ নারায়ণগঞ্জ ২০২৫’। অর্থাৎ আগামী ৩ বছরে নারায়ণগঞ্জকে কিভাবে সবুজ করা যায়। এটা করা হলে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের জন্য মডেল হয়ে