নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, রাগ অভিমান থাকলে দরজা বন্ধ করে টেবিলে বসে ঝগড়া করবেন, বকা খাবেন, যাই হবে ওই কথা দরজার বাইরে আসবে না। বাইরে এসে সাংবাদিকদের কাছে বলে দিবেন না। তাহলে দেখবেন সব সমস্যারই সমাধান হবে। যেকোনো সমস্যাই টেবিলে বসে আলোচনার মাধ্যমে শেষ করা যায়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের মিলনায়তনে নাসিকের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সবাইকে টিকা গ্রহণ ও মাস্ক ব্যবহারে আরও বেশি আগ্রহী করার ব্যাপারে জোরালোভাবে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়।
সেলিম ওসমান বলেন, আপনারা নির্বাচিত হয়ে এসেছেন। আপনারা আপনাদের মেয়রকে (ডা. সেলিনা হায়াৎ আইভী) উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন। কোনো কাউন্সিলর ডুয়েল পলিসি খেলবেন না। আপনারা আপনাদের মেয়রকে সর্বাত্মক সহযোগিতা করলে উন্নয়নটা হবে নারায়ণগঞ্জের।
তিনি আরও বলেন, বিগত দিনে করোনার সময় আপনারা বিশেষ করে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, কামরুল হাসান মুন্না, আয়েশা আক্তার দীনারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। আপনাদের আবারও সাধারণ মানুষের জন্য মাঠে নামতে হবে। সবাইকে উদ্বুদ্ধ করতে হবে মাস্ক পড়ার জন্য, সবাই যাতে টিকা গ্রহণ করে সে ব্যাপারে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে যে ব্যক্তি মাস্ক পড়বেন না তাকে লজ্জা দিয়ে হলেও নিশ্চিত করাবেন। প্রতিটি ওয়ার্ডে টিকা কেন্দ্র স্থাপন করে হলেও সবাইকে টিকার আওতায় আনতে হবে।