রুদ্রবার্তা রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি নিবাসী মোঃ আঃ জব্বার গং এবং আঃ খালেক গং সর্ব পিতা- মৃত নূর মোহাম্মদ তাদের “ভোগদখল কৃত জমির মালিকানা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা নালিশা” মর্মে মোকাম: বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত, নারায়ণগঞ্জ দেওয়ানি মামলা নং -১১২/২০২৪, তারিখ: ২৮/০৩/২৪ ইং “আইন ও ইকুইটি” মতে এক রায় ও ডিক্রী নিতে মামলার বাদী পক্ষ অপর দিকে, বিবাদী পক্ষ (১) হুসাইন আহাম্মেদ, পিতা:মৃত ওয়াহিদ আহম্মেদ তালুকদার (২) গোলাম মর্তুজা, পিতা: মৃত মফিজ উদ্দিন , গ্ৰাম: জালকুড়ি খিলপাড়া, পোঃ জালকুড়ি, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, আদালতের সমন জারি পেয়ে এবং জেনে শুনে অবগত হয়েও উল্লেখিত বাদী পক্ষের জমি দখলের পাঁয়তারা, বাদী পক্ষকে হুমকি ধামকি এমনকি জীবন নাশেরও হুঁশিয়ারি দিয়ে আসছে। এমতাবস্থায় বাদী পক্ষগণ জীবন নাশের নিরাপত্তা হীনতায় ভুগিতেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বাদী পক্ষের প্রমাণ পত্রের কাগজ পত্র হিসেবে দৃশ্যমান ছিল (১) দাগ, খতিয়ান, হোল্ডিং নম্বর অনুযায়ী অন-লাইনে ভুমি উন্নয়ন কর পরিশোধ ১৪৩০ সাল বাংলা (২০২৩ ইং) (২) নামজারি আবেদন নম্বর ৬৯৭০০৩১ এবং আবেদনের তারিখ- ০৬/০৬/২০২৩ ইং (৩) অন-লাইন ডি সি আর নম্বর ২৩৬৭৯৯০০৬০৮৪৪১, নামজারি মামলা নম্বর ৮৪৪১(Ix-I)/২০২২-২৩, নামজারি আদেশের তারিখ ০৬/০৭/২০২৩ইং (৪) নামজারি খতিয়ান নং ৩২০৯৪ জেলা ঃ নারায়ণগঞ্জ, উপজেলা/সার্কেলঃ সিদ্ধিরগঞ্জ , মৌজাঃ জালকুড়ি, জে,এল নং- ৬, দাগ নং- ২৩১৮, ২৩১৯, জমির পরিমাণঃ ৩.৯৪+৮.৩২=১২.২৬ শতাংশ যাহা রুদ্র বার্তা রিপোর্টার সরজমিনে দেখতে পান। এমতাবস্থায় জমির প্রকৃত মালিক মামলার বাদী পক্ষ বিবাদী পক্ষের অত্যাচার, নিপীড়ন, হুমকি ধামকি ভূমি দখলের হাত থেকে নিরাপদ ও নিরাপত্তা ব্যবস্থা করার অনুরোধ নিকটস্থ প্রশাসনের প্রতি পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করছি ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখার জন্য।