বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে ‘সিকান্দর কা মুকাদ্দার’ সিনেমায় দেখা যাচ্ছে দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। দক্ষিণি সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী। সম্প্রতি তার দুটি গান-‘কাভালা’ এবং ‘আজ কি রাত’ মন জয় করেছে দর্শকদের।
তামান্না তার গ্ল্যামারাস ইমেজের জন্য বেশ পরিচিত। এই অভিনেত্রী অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। কারণ তিনি কখনো অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড তৈরি করেননি এবং তার প্রকৃত দেহকেই সবার সামনে উপস্থাপন করেছেন।
এক সাক্ষাৎকারে তামান্না বলেছেন, আমি সেই শিশু ছিলাম, আমি ভাবতাম, চিকন হওয়াটাই ফিট থাকা। কিন্তু আমার জীবন যাত্রায়, সিনেমা আমাকে শিখিয়েছে যে ফিট থাকার প্রাকৃতিক ফলাফল হলো ভালো অনুভব করা, সুন্দর দেখানো এবং সবকিছুরই ভালো লাগা। তিনি আরও বলেন, আজ আমি যদি ক্ষমতার অবস্থানে থাকি, তবে হয়তো কোনো মেয়ে আমার এই যাত্রা দেখে বুঝতে পারবে যে সৌন্দর্যের সঙ্গে কোনো নির্দিষ্ট আকার বা মাপের সম্পর্ক নেই। সৌন্দর্য হলো আপনি নিজেকে কীভাবে দেখেন।
তিনি আরও স্বীকার করেছেন যে এটি তার জন্য সহজ যাত্রা ছিল না। নিজের শরীরে আত্মবিশ্বাসী হতে তার অনেক সময় লেগেছে। বর্তমানে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন তামান্না। শিগগিরই তারা বিয়ে করতে যাচ্ছেন।