নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স না থাকায় ৫ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার আড়াইহাজার বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রকাশসক মোঃ সাজ্জাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ৫ টি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরো অন্তত ১৫/২০ টি দোকানকে সতর্ক করা হয়।
জরিমানাকৃত দোকানগুলো হলো- বিক্রমপুর সুইটসকে ২ হাজার টাকা, মিন্টুর মিষ্টির দোকানকে ১ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৩ হাজার টাকা, ইমুু সুইটসকে ৩ হাজার টাকা, তামান্না সুইটসকে ২ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেন জানান, ৫ টি দোকানে অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে। আরো কিছু দোকানকে সতর্ক করা হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স না থাকায় এ অর্থদন্ড প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মো: মোস্তফা কামাল , সহকারী প্রকৌশলী সাফায়েত স্দাী, উপসহকারী প্রকৌশলী মোজাহেদুল ইসলাম তুষার প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন আড়াইহাজার থানা পুলিশ ও আনসার সদস্যরা।